আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন জার্মানির ডিফেন্ডার পার মারটেস্যাকার। ১০ বছর দক্ষতার সঙ্গে জার্মানির রক্ষণদুর্গ সামলেছেন এই ডিফেন্ডার।২৯ বছর বয়সী মারটেস্যাকার দলটির হয়ে ১০০টি ম্যাচ খেলেছেন তিনি। নিজের নামের পাশে চারটি গোলও রয়েছে তার এই দীর্ঘ অভিযাত্রায়। অবশ্য সবেচেয়ে আনন্দের মুহূর্তটি হচ্ছে ব্রাজিল বিশ্বকাপে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে জার্মানির শিরোপা জেতার ক্ষণই। ওই দলে তিনিও ছিলেন।২০০৪ সালে ইরাকের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়েছিল তার। এরপর পেছনে ফিরে তাকাতে হয়নি আর্সেনালের এই ফুটবলারকে। অবসর নেওয়ার বিষয়ে তিনি বলেছেন, ‘আমি আগেই সিদ্ধান্ত নিয়ে রেখেছিলাম যখন আন্তর্জাতিক ফুটবলে আমার ১০ বছর পূর্ণ হবে তখনই সরে দাঁড়াব।’ওয়াডের ব্রেমানের সাবেক এই ফরোয়ার্ড জার্মানির হয়ে খেলেছেন ২০০৬ ও ২০১০ সালের বিশ্বকাপেও। এ ছাড়া ২০০৮ সালে ইউরোতে রানার্সআপ হয়েছিল জার্মানি। সেবারও ছিলেন তিনি।
Advertisement