আন্তর্জাতিক

ট্রাম্পের উপদেশের প্রয়োজন নেই : ফ্রাঁসোয়া ওঁলাদ

বিপুল সংখ্যক শরণার্থীকে জায়গা দেয়া উচিত হয়নি জার্মানির। ইউরোপের দেশটি সম্পর্কে এমন মন্তব্য করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এমন মন্তব্যের পর পরই এর প্রতিবাদ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ। খবর বিবিসির।ওঁলাদ বলেছেন, ইউরোপের দেশগুলোর কি করতে হবে সে বিষয়ে বাইরের কারো উপদেশের প্রয়োজন নেই। ট্রাম্প বলেছেন, বিপুলসংখ্যক শরণার্থীকে আশ্রয় দিয়ে ভুল করেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। এদিকে, ট্রাম্পের এমন মন্তব্যের বিপরীতে মেরকেল বলেছেন, ইউরোপীয় ইউনিয়নই (ইইউ) বুঝবে তারা কি করবে। সিএনএনের কাছে দেয়া এক সাক্ষাৎকারে ওঁলাদ বলেন, এটা একেবারেই অনুচিত। সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে এটা আশা করা যায় না। তিনি অন্যদেশের রাজনৈতিক বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করতে পারেন না। টিটিএন/এমএস

Advertisement