ধর্ম

আল্লামা আবদুল হাফিজ মক্কী’র ইন্তেকাল

শায়খ জাকারিয়া স্কান্ধলভী রহমাতুল্লাহি আলাইহির অন্যতম খলিফা শায়খ আবদুল হাফিজ মক্কী গতকাল সোমবার (১৬ জানুয়ারি) দক্ষিণ আফ্যিকার পেট্রোমেরিট শহরে একটি মাহফিলে বয়ানের সময় অসুস্থ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।তাঁর মৃত্যুতে উপমহাদেশের ধর্মীয় অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। তিনি বাংলাদেশের ধর্মীয় অঙ্গনে ব্যাপক জনপ্রিয় ছিলেন। বিভিন্ন মাহফিল উপলক্ষ্যে তিনি একাধিকবার ভ্রমণ করেছেন বাংলাদেশে।তিনি মক্কা মুকাররমায় দীর্ঘ দিন ধর্মীয় শিক্ষার প্রচার ও প্রসারে নিয়োজিত ছিলেন। গত কিছুদিন থেকে তিনি দাওয়াতি কাজে আফ্রিকায় যান। সেখানে সোমবার একটি কুরআনি মাহফিলে আলোচনার সময় তার হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে যায়।তিনি দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে মক্কা মুকাররমায় ইসলামের খেদমতে নিয়োজিত ছিলেন। আল্লাহ তাআলা তাঁকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন।এমএমএস/এমএস

Advertisement