আন্তর্জাতিক

ভয়াবহ পানি সংকটের মুখে বিশ্ব

শিগগিরই বড় ধরণের পানি সংকটে পড়তে যাচ্ছে পৃথিবী। আর পনেরো বছরের মধ্যেই দেখা দেবে এই মারাত্মক পানি সংকট। দ্য ওয়ার্ল্ড ওয়াটার ডেভলাপমেন্ট রিপোর্ট রোববার বিশ্ব পানি দিবসকে সামনে রেখে যে প্রতিবেদন প্রকাশ করেছে তাতে এই ভয়াবহ ভবিষ্যদ্বাণী করা হয়েছে। রিপোর্টে বলা হচ্ছে, ২০৩০ সালে বিশ্বে ব্যবহারযোগ্য পানির চাহিদা এখনকার তুলনায় আরও ৫৫ শতাংশ বেড়ে যাবে। কিন্তু ভুগর্ভস্থ পানির পরিমাণ কমতে থাকায় এই চাহিদার মাত্র ৬০ ভাগ পূরণ করা সম্ভব হবে। বাকি ৪০ শতাংশ মেটানোর মতো পানি থাকবেনা। এর জন্য দায়ী করা হয়েছে মূলত জলবায়ু পরিবর্তনকে। জলবায়ু পরিবর্তনের কারণে অনিয়মিত বৃষ্টিপাত, ভুগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া এবং পানি সংরক্ষণ ব্যবস্থার বিষয়ে যথেষ্ট সচেতনতা না থাকাই এই তীব্র পানি সংকটের কারণ। এর ফলে মারাত্মকভাবে ব্যবহত হবে কৃষি, শিল্প এবং জনজীবন। সুতরাং এখন থেকেই যথাযথ পানি সংরক্ষণ ব্যবস্থা উন্নয়নে জোর দিয়েছে সংগঠনটি।এসআরজে

Advertisement