সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা ইউনিয়নের পারমাদরা গ্রামের দেবশ্রী রায়। জন্মের পর থেকেই আক্রান্ত অদ্ভুত রোগে। বর্তমান বয়স ৯ বছর। মুখ থেকে জিব্বা বের হয়ে ঝুলে রয়েছে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে দেবশ্রীর অদ্ভুত রোগটিও। তবে অসুস্থ অবস্থায়ও লেখাপড়া চালিয়ে যাচ্ছে সে। পারমাদরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্রী সে। অন্যের জমিতে কৃষিকাজ করে দেবশ্রীর বাবা সমীরণ রায় কলকাতায় নিয়ে দেবশ্রীকে চিকিৎসাও করিয়েছেন। কিন্তু কোনো সুফল মেলেনি। কৃষিকাজ ও বিভিন্ন মাধ্যমে উপার্জিত ৪ লাখ টাকা মেয়ের জন্য খরচ করেছেন ইতোমধ্যে। নতুন করে খরচ করার সামর্থ্য হারিয়ে ফেলেছেন তিনি।অবশেষে মানবিক এই বিষয়টি জাগো নিউজের দৃষ্টিতে আসে। ঘটনাটিকে গুরুত্ব দিয়ে গতকাল রোববার টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না দেবশ্রীর শিরোনামে সংবাদ প্রকাশ হয়। এরপর সংবাদটি অনেকের দৃষ্টিতে পড়ে। জাগো নিউজের পক্ষ থেকে সহযোগিতা চেয়ে আহ্বান জানানো হয়। মোবাইল ফোন ও ফেসবুকের মাধ্যমে বিভিন্ন স্থান থেকে জাগো নিউজের সঙ্গে যোগাযোগ শুরু করেন অসংখ্য হৃদয়বান মানুষ। পরামর্শ দেন বিভিন্নভাবে।এদিকে জাগো নিউজে সংবাদ প্রকাশের পর র্যাবের হেড কোয়ার্টারের সিনিয়র সহকারী সচিব (ম্যাজিস্ট্রেট) আকবর হোসেনের দৃষ্টিতে আসে ঘটনাটি। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক (সার্জিক্যাল অনকোলজি) ডা. মনোয়ার হোসেনের পরামর্শ নেয়ার কথা বলেন। সোমবার বিকেল ৪টায় সাতক্ষীরা জজকোর্টের সামনে ফারজানা ক্লিনিকে দেবশ্রীকে আনা হয়। সেখানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মনোয়ার হোসেন তাকে ভালোভাবে পর্যবেক্ষণ করেন।পরীক্ষা-নিরীক্ষার পর তিনি বলেন, দেবশ্রীর চিকিৎসা দেশেই সম্ভব। তবে অনেক দেরি হয়ে গেছে। আগে থেকেই চিকিৎসার প্রয়োজন ছিল। মুখের মধ্যে জিহ্বা বড় হয়ে যাওয়ায় শ্বাস ও খাওয়া দাওয়া করতে কষ্ট হয় দেবশ্রীর।এসময় তিনি ঢাকা মেডিকেলের প্লাস্টিক সার্জারি বিভাগে দ্রুত ভর্তি হওয়ার পরামর্শ দিয়ে বলেন, ধারণা করছি এটা রক্তনালীর সমস্যা, ক্যান্সার নয়। ঢাকা মেডিকেল থেকেই চিকিৎসা করা সম্ভব। কিছুদিন আগে ঢাকা মেডিকেলে বৃক্ষমানবকে সুস্থ করেছেন সেখানকার ডাক্তাররা। বিষয়টি সেখানকার ডাক্তাররা চ্যালেঞ্জিং হিসেবেও নিতে পারেন। তিনি আশা প্রকাশ করে বলেন, ঢাকা মেডিকেল থেকেই সুস্থ হয়ে যাবে দেবশ্রী।র্যাবের হেড কোয়ার্টারের সিনিয়র সহকারী সচিব (ম্যাজিস্ট্রেট) আকবর হোসেন দেবশ্রীকে দ্রুত ঢাকা মেডিকেলে পাঠানোর জন্য জাগো নিউজকে অনুরোধ জানান। তিনি বলেন, দেবশ্রীর চিকিৎসা সেবার জন্য সব ধরনের সহযোগিতা করা হবে। এখানে সম্ভব না হলেও সিদ্ধান্ত নিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।আগামী দু-তিনদিনের মধ্যে দেবশ্রীকে নিয়ে ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে রওনা দেবেন দেবশ্রীর বাবা সমীরণ রায়। মেয়েকে সুস্থ করতে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।আকরামুল ইসলাম/এমএএস/পিআর
Advertisement