বর্তমানে বিশ্বের ধনী আট ব্যক্তির কাছে থাকা সম্পদ; পুরো পৃথিবীর অর্ধেক জনসংখ্যার কাছে থাকা সম্পদের সমান। ধনী-গরিবের এ পার্থক্য গত বছরের তুলনায় অনেক বেশি। আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সুইজারল্যান্ডের দাভোসে আয়োজিত বিশ্ব রাজনীতি ও শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের এক অনুষ্ঠানে এ প্রতিবেদন উপস্থাপন করেছে অক্সফাম। অক্সফ্যাম ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক উইনি বিয়ানিমা বলেছেন, যেখানে বিশ্বের প্রতি ১০ জনের মধ্যে একজনের সারাদিন কাটে মাত্র ২ ডলারে, সেখানে গুটিকয়েক ব্যক্তির হাতে এত সম্পদ থাকা শোভনীয় নয়। এই পার্থক্যই কোটি কোটি মানুষকে দারিদ্র্যের মুখে ঠেলে দিচ্ছে। গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাষ্ট্রনায়করা এ পরিস্থিতি উত্তরণের জন্য ব্যবস্থা নিতে ব্যর্থ হলে নিকট ভবিষ্যতে সামাজিক ক্ষোভের চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে অক্সফাম।মার্কিন প্রভাবশালী সাময়িকী ফোর্বস প্রকাশিত ধনী ব্যক্তির তালিকার বরাত দিয়ে অক্সফাম বলছে, বর্তমানে পৃথিবীতে সবচেয়ে সম্পদশালী হচ্ছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। তার সম্পদের পরিমাণ ৭৫ বিলিয়ন মার্কিন ডলার। এর পরেই আছেন ফ্যাশন হাউজ ইনডিটেক্সের প্রতিষ্ঠাতা আর্মানিকো ওর্টেগা, মার্কিন ব্যবসায়ী ও ধনকুবের ওয়ারেন বাফেট, বিজনেস ম্যাগনেট কার্লোস স্লিম, অ্যামাজনের প্রধান জেফ বেজোস, ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ, অরাকেলসের ল্যারি এলিসন এবং নিউ ইয়র্কের সাবেক মেয়র ব্লুমবার্গ। এসআইএস/পিআর
Advertisement