পাকিস্তানে বন্দুকযুদ্ধে সন্দেহভাজন চার ধর্ষক নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির পুলিশ। গত মাসে দেশটির গুজরাটের ভিলওয়ালে ডাকাতি করতে গিয়ে দুই স্বাস্থকর্মীকে ধর্ষণের অভিযোগ ছিল ওই চার সন্দেহভাজনের বিরুদ্ধে। গুজরাটের পুলিশ কর্মকর্তা সোহালি জাফর চাটথা দেশটির জাতীয় দৈনিক ডন’কে বলেন, সন্দেহভাজনদের ধরতে পুলিশ চারটি দল গঠন করেছিল; এবং পাঞ্জাবের বিভিন্ন প্রান্ত থেকে পুলিশ তাদের আটক করে। তিনি বলেন, আটককৃতদের নিয়ে লুট করা মালামাল ও অস্ত্র উদ্ধারের জন্য কোট গোলাম গ্রামের একটি গোপন আস্তানায় অভিযান গিয়েছিল পুলিশ। এ সময় ওই চার সন্দেহভাজন ধর্ষকের সহযোগীরা পুলিশের গাড়িতে হামলা চালিয়ে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। পরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সন্দেহভাজন চার ধর্ষক নিহত হয়। পুলিশ কর্মকর্তা সোহালি জাফর চাটথা বলেন, চার সন্দেহভাজন নিহত হলেও তাদের সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। পরে আজিজ ভাট্টি শহীদ ট্রেইনিং হাসপাতালে নিহতদের মরদেহ নেয়া হয়। ময়নাতদন্ত শেষে নিহতদের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।সূত্র : ডন।এসআইএস/জেআইএম
Advertisement