দেশজুড়ে

রাজশাহীতে ভেজাল গুড় তৈরির দায়ে একজনের কারাদণ্ড

রাজশাহীর চারঘাটে ভেজাল গুড় তৈরির অপরাধে শফিকুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানার অর্থ অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত শফিকুল ইসলাম উপজেলার গোপালপুর এলাকার নজুমুদ্দিনের ছেলে।র‌্যাব-৫, রাজশাহী রেলওয়ে কলোনি ক্যাম্পের কমান্ডার সিনিয়র এএসপি মির্জা গোলাম সারোয়ার শনিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, শনিবার বেলা ১১টার দিকে র্যাব সদস্যরা গোপালপুর এলাকায় অভিযান চালায়। অভিযানকালে ভেজাল গুড় তৈরির সময় শফিকুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়।তিনি জানান, কাপড়ের রঙ, চিনি, ময়দা, হাইড্রোজ ও ডালডা মিশিয়ে ভেজাল গুড় তৈরি হচ্ছিলো। এসময় ৫০ মণ ভেজাল গুড় জব্দ করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চারঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিউল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শফিকুলকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ডের আদেশ দেন। আদালতের নির্দেশে জব্দ করা ৫০ মণ ভেজাল গুড় ধ্বংস করা হয়েছে। এমএএস/পিআর

Advertisement