আন্তর্জাতিক

তালেবানদের বৈঠক নিয়ে হামিদ কারজাই ওয়াশিংটনে

চারদিনের এক রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে গেছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই। শনিবার তিনি তার প্রধান নির্বাহী আব্দুল্লাহ আব্দুল্লাহকে নিয়ে ওয়াশিংটনের উদ্দেশ্যে দেশ ছাড়েন। এই সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সাথে বৈঠক করেবন হামিদ কারজাই। তালেবানদের সাথে আফগান প্রেসিডেন্টের বৈঠকের যে সম্ভাবনা রয়েছে চলমান সফরে এটি বেশ গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।যুদ্ধবিরতির সময়টাতে কূটনৈতিক তৎপরতায় আফগান তালেবানদের সাথে আফগান প্রেসিডেন্টের বৈঠকের ব্যাপারটি বেশ জোর পাচ্ছে। জানা যায় যে সর্বশেষ নিরাপত্তা বাহিনীর তৎপরতায় তালেবানদের বৈঠকের টেবিলে বসানো সম্ভব হয় সর্বশেষ ২০০২ সালে। যদিও সে বৈঠক ততোটা ফলপ্রসু হয়নি।  আলোচিত ইস্যুটি ছাড়াও দুদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং ভবিষ্যত সংশ্লিষ্ট নানান পরিকল্পনা নিয়ে আলোচনার কথা রয়েছে। তাই সফরটিকে দুদেশের সম্পর্কন্নোয়নের জন্যে যথেষ্ট গুরুত্ব দেয়া হচ্ছে। এলএ/পিআর

Advertisement