দেশজুড়ে

বিপদসীমার ৪৫ সেন্টিমিটার উপরে সুরমার পানি

প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপদসীমার ৪৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ১২৫ মিলিমিটার গড় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের আবহাওয়া বিভাগের কর্মকর্তা মোহাম্মদ সাদিক এ তথ্য জানিয়েছেন।জেলার হাওর-বাওড় ও নদ-নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এ ছাড়া পানি বন্দি হয়ে পড়েছে জেলার তাহিরপুর ও দোয়ারা উপজেলার অর্ধ শতাধিক গ্রামের লোকজন।কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক আবুল হাসেম জানান, তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলার ৩৫০০ একর জমির আমন ফসল পানির নিচে তলিয়ে গেছে।টানা দুইদিনের বৃষ্টিপাতে জেলার সবকটি ছোট-বড় নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। হাওরগুলোতেও সমানতালে বা

Advertisement