আন্তর্জাতিক

ব্রাজিলের কারাগারে দাঙ্গায় নিহত ১০

ব্রাজিলের একটি কারাগারে দাঙ্গার ঘটনায় ১০ বন্দি নিহত হয়েছে। দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় নাতাল শহরের বৃহত্তম একটি কারাগারে ওই দাঙ্গার ঘটনা ঘটেছে। দাঙ্গার পরপরই কারাগারের দখল নেয় বন্দিরা। খবর বিবিসির।  পুলিশ জানিয়েছে, রিও গ্র্যান্ডে দো নরতে রাজ্যের আলকাকুজ কারাগারে দাঙ্গার ঘটনায় ১০ বন্দি নিহত হয়েছে। এ বছর এ নিয়ে তিনবার দেশটির কারগারে দাঙ্গার ঘটনা ঘটল। চলতি মাসে আমাজোনাস এবং রোরাইমা রাজ্যে দাঙ্গার ঘটনায় প্রায় ১শ’ বন্দি নিহত হয়েছে। শনিবার বিকেলে একটি প্রভাবশালী সন্ত্রাসী গোষ্ঠী আলকাকুজ কারাগারে হামলা চালালে ওই দাঙ্গার ঘটনা ঘটে। কারাগারের বাইরে থেকে গোলাগুলি এবং বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে দাঙ্গার ঘটনায় কারাগার থেকে কোনো বন্দি পালাতে পারেনি।ব্রাজিলের কারাগারগুলোতে প্রায়ই দাঙ্গার ঘটনা ঘটে। বিশেষ করে যেসব কারাগারে বন্দির সংখ্যা বেশি সেখানে অপরাধচক্রগুলো আকস্মিক হামলা চালিয়ে বন্দিদের পালিয়ে যেতে সাহায্য করে। টিটিএন/এমএস

Advertisement