গুলশানের নিজ বাসভবন ফিরোজাতে বসেই টঙ্গির তুরাগ তীরে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চেয়ারপারসনের বাসভবন সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রটি জানায়, বেলা ১১টায় মোনাজাত শুরু হলে নিজ বাসভবনে বসেই তাতে শামিল হন তিনি। তবে আনুষ্ঠানিক কোন আয়োজন না থাকায় একাই মোনাজাতে শামিল হন খালেদা জিয়া। এর আগে গত দুই বছরও ইজতেমায় গিয়ে আখেরি মোনাজাতে অংশ নেননি খালেদা জিয়া। তবে বাসায় বসে মোনাজাতে অংশ নিয়েছিলেন তিনি।প্রতিবছর নেতাকর্মীদেরকে সঙ্গে নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিলেও ২০১৪ সালে রাজনৈতিক পরিবেশ অনুকূলে না থাকায় আখেরি মোনাজাতে অংশ নিতে টঙ্গী যাননি তিনি। ওই সময় তার রাজনৈতিক কার্যালয়ে বসেই মোনাজাতে অংশ নেন খালেদা জিয়া।তবে, গতবছর সে ধরনের কোনো পরিস্থিতি না থাকলেও বাসায় বসেই দোয়ায় অংশ নেন সাবেক এই প্রধানমন্ত্রী। এবারও কি কারণে তিনি ইজতেমা ময়দানে গিয়ে মোনাজাতে অংশ নেননি এ বিষয়ে দলের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। এমএম/এমএমজেড/আরআইপি
Advertisement