আন্তর্জাতিক

ইসরায়েল-ফিলিস্তিনে শান্তি ফেরাতে প্যারিসে সম্মেলন

ইসরায়েল-ফিলিস্তিনে শান্তি ফেরাতে ফ্রান্সের রাজধানী প্যারিসে একটি গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। দু’দেশের মধ্যে সংঘাত বন্ধ করে শান্তি ফিরিয়ে আনতেই আন্তর্জাতিক ওই সম্মেলনের আয়োজন করা হয়েছে। খবর বিবিসির।  ৭০টি দেশের প্রতিনিধিরা ওই সম্মেলনে অংশ নেবেন। দু’দেশের মধ্যে বহু বছরের সংঘাতের অবসান করতে আলাপ-আলোচনা করবেন তারা। এই সম্মেলনকে স্বাগতম জানিয়েছে ফিলিস্তিন। তবে ইসরায়েলের তরফ থেকে জানানো হয়েছে, তাদের বিপক্ষে অবস্থান করা এই সম্মেলনে তারা অংশ নেবে না। এর আগে ২০১৪ সালের এপ্রিলে তীব্র বিদ্বেষের কারণে দু’দেশের মধ্যকার একটি শান্তি আলোচনা ভেঙে পড়ে। ইসরায়েল এবং ফিলিস্তিনকে শুধুমাত্র সম্মেলনের সিদ্ধান্ত শুনতে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে দু’দেশকে সরাসরি সম্মেলনে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়নি। টিটিএন/এমএস

Advertisement