খেলাধুলা

দেরিতে শুরু চতুর্থ দিনের খেলা

চতুর্থ দিন খেলা বৃষ্টির কারণে পাঁচ মিনিট দেরিতে শুরু হয়। প্রথম দিন প্রায় ৫০ ওভার খেলা কম হওয়ায় শেষ চার দিনই খেলা শুরু হওয়ার কথা নির্ধারিত সময়ের আধ ঘণ্টা আগে। দ্বিতীয় ও তৃতীয় দিন কোনো সমস্যা হয়নি। তবে রোববার সকালে ছিল বৃষ্টির বাধা। তবে হঠাৎ করেই আবহাওয়া মোটামুটি পরিষ্কার হয়ে গেলে আম্পায়াররা খেলা শুরুর সিদ্ধান্ত নেন।রোববার ওয়েলিংটনের বেসিন রিজার্ভে ৩ উইকেটে ২৯২ রান নিয়ে খেলা শুরু করে নিউজিল্যান্ড। চতুর্থ দিনের শুরুতেই নিউজিল্যান্ড ৩০০ রান সংগ্রহ করে। ৮৪ ওভার শেষে স্বাগতিকদের স্কোর ৩১৬/৩। এদিকে, স্বাগতিকদের ইনিংসের প্রথম ওভারটি করেছিলেন মেহেদী হাসান মিরাজ। নিউজিল্যান্ডের মাটিতে দলের প্রথম ইনিংসে স্পিন দিয়ে শুরু ওই প্রথম। ৮০ ওভার শেষে নতুন বল নেয় বাংলাদেশ, এবারও প্রথম ওভারটি করেন তরুণ অফ স্পিনার।এএইচ 

Advertisement