আন্তর্জাতিক

তুরস্কের নাইটক্লাবে হামলা : দুই চীনা নাগরিক আটক

তুরস্কের ইস্তাম্বুল শহরে বর্ষবরণের দিনে একটি নাইটক্লাবে হামলার ঘটনায় দুই চীনা নাগরিককে আটক করেছে পুলিশ। ওই দু’জন চীনের উইঘুর অঞ্চলের বাসিন্দা। খবর এএফপির। ওই হামলার পরপরই এর দায় স্বীকার করে বিবৃতি প্রকাশ করেছিল জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। সন্দেহভাজন ওই দুই চীনা নাগরিকের পরিচয় প্রকাশ করা হয়েছে। এদের নাম ওমার আসিম এবং আবুলিয়েজি আবুদুহামিতি। সন্ত্রাসী দলের সদস্য সন্দেহে তাদের আটক করা হয়। বর্ষবরণের দিন নাইটক্লাবে হামলার ঘটনায় ৩৯ জন নিহত হয়। শুক্রবার রাতে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তিনি রেইনা নাইটক্লাবের হামলাকারীর সঙ্গে আসিমকে দেখেছেন। টিটিএন/আরআইপি

Advertisement