আন্তর্জাতিক

শৈত্যপ্রবাহে হরিয়ানায় স্কুল বন্ধ

শৈত্যপ্রবাহের কারণে ভারতের হরিয়ানা রাজ্যের প্রাইমারি স্কুল সোমবার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। খবর এনডিটিভির।শুক্রবার শৈত্যপ্রবাহের কারণে আগামী ১৬ তারিখ অর্থাৎ সোমবার পর্যন্ত রাজ্যের সব প্রাইমারি স্কুল বন্ধ ঘোষণা করেছে হরিয়ানা সরকার। হরিয়ানার শিক্ষামন্ত্রী রাম বিলাস শরমা এক বিবৃতিতে জানিয়েছেন, সব সরকারি এবং বেসরকারি স্কুল ১৬ জানুয়ারি পর্যন্ত ব্ন্ধ থাকবে।ভারতের উত্তরাঞ্চলে শীত তীব্র আকার ধারণ করেছে। তীব্র শীতের কারণে দিল্লিতে ১৯ তারিখ পর্যন্ত সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার হরিয়ানার বিভিন্ন স্থানে তাপমাত্রা পাঁচ ডিগ্রির নিচে রেকর্ড করা হয়েছে। টিটিএন/জেআইএম

Advertisement