আন্তর্জাতিক

রাশিয়া-চীনের সঙ্গে কাজ করতে চান ট্রাম্প

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি চীন এবং রাশিয়ার সহযোগিতা পেলে দেশ দুটির সঙ্গে কাজ করতে চান। খবর বিবিসির। ওয়াল স্ট্রিট জার্নালকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার ওপর যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত থাকবে। কিন্তু এর পরই তা প্রত্যাহার করে নেয়া হবে। এক চীন নীতিতে যুক্তরাষ্ট্র তাইওয়ানকে স্বীকার করে না। এ বিষয়টি নিয়েও আলাপ-আলোচনা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। এদিকে সিনেটের একটি দল মার্কিন নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছে এমন অভিযোগ প্রমাণের চেষ্টা করছে।   সাংবাদিকদের কাছে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে যুদ্ধ এবং অন্যান্য বিষয়ে মস্কো যদি ওয়াশিংটনকে সাহায্য করে তবে যুক্তরাষ্ট্র রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে। তিনি বলেন, ‘রাশিয়া যদি সত্যিই আমাদের সাহায্য করে তবে এমন মহৎ কাজের জন্য আমরা কেন তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেব না?’ শিগগিরই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন বলে আশা প্রকাশ করেছেন ট্রাম্প। টিটিএন/জেআইএম

Advertisement