জাতীয়

২১ সালের মধ্যে সবাই বিদ্যুৎ পাবে : তৌফিক-ই ইলাহী

২১ সালের মধ্যে সবাই বিদ্যুৎ পাবে : তৌফিক-ই ইলাহী

প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই ইলাহী চৌধুরী বলেছেন, দেশের সব মানুষ ২০২১ সালের মধ্যে বিদ্যুৎ পাবে। শুক্রবার রাজধানীর বিদ্যুৎ ভবনে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তৌফিক-ই ইলাহী এ কথা বলেন।তিনি বলেন, বর্তমানে দেশের ৭০ ভাগেরও বেশি মানুষ বিদ্যুতের আওতায় এসেছে। প্রতিনিয়ত বিদ্যুতের চাহিদা বাড়ছে। এ চাহিদা পূরণের জন্য সরকার চেষ্টা করে যাচ্ছে। প্রতি মাসে দেড় লাখের মতো বিদ্যুৎ সংযোগ দেয়া হচ্ছে। এর অধিকাংশই গ্রাম এলাকায়।তিনি আরো বলেন, বেশি গরমে এবং সেচে বিদ্যুৎ চাহিদা বেড়ে ৮ হাজার থেকে সাড়ে ৮ হাজার মেগাওয়াটে পৌঁছাবে। এ পরিমাণ বিদ্যুৎ উৎপাদনে আমরা চেষ্টা করছি। তারপরও ত্রুটি হতে পারে। সবার কাছে অনুরোধ রাখবো ছোট খাটো সমস্যাকে যেন বড় করে না দেখা হয়।বিদ্যুতের দাম বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, বিষয়টি দেখে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সেখানে তারা বিভিন্ন কোম্পানির বিদ্যুৎ-গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবের ওপর শুনানি করেছে।এএইচ/পিআর

Advertisement