আন্তর্জাতিক

মঙ্গলে গড়ানো পাথরের দাগ

মঙ্গলের কক্ষপথ পরিভ্রমণকারী নাসার মহাকাশযান মহাশূণ্য থেকে মঙ্গলের বুকে গড়ানো পাথরের দাগ দেখতে পেয়েছে। মহাকাশযান মঙ্গলের বুকে থাকা সে দাগের ছবিও তুলেছে। তাতে দেখা গিয়েছে একটি বিশাল পাথরের পিছনে লম্বা দাগ। যা প্রমাণ করে পাথরটি গড়িয়ে চলেছে।নাসার গবেষকরা ছবি দেখে পাথরটির দৈর্ঘ্য সম্পর্কে ধারণা দিয়েছেন যে, এটি প্রায় ২০ ফুট লম্বা এবঙ ১১ দশমিক ৫ ফুট চওড়া। এবং এর পেছনে প্রায় পৌনে এক কিলোমিটার পথ পেরিয়ে আসার প্রমাণস্বরূপ দাগ রয়েছে মাটির ওপর।বিজ্ঞানিরা ২০০৫ সালে মঙ্গলকে প্রদক্ষিণ করতে মহাকাশযান পাঠিয়েছিলেন। যেটি ২০০৬ সাল থেকে মঙ্গলের আকাশ প্রদক্ষিণ করছে। সেটি হাই রেজুলেশন ইমেজিং সায়েন্স এক্সপেরিমেন্ট বা হাইরাইজ ক্যামেরা ব্যবহার করছে মঙ্গলের বুকের ছবি তুলতে।

Advertisement