অর্থনীতি

ছুটির দিনে জমজমাট বাণিজ্য মেলা

জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সকাল থেকেই মানুষের ঢল নেমেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে শুরু করেছে দর্শনার্থীর সংখ্যা। আজ মেলা প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।শুক্রবার মেলা প্রাঙ্গণে স্টল মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১ জানুয়ারি থেকে শুরু হওয়া এই মেলায় এতোদিনে তেমন কোনো ক্রেতা-দর্শনার্থী দেখা যায় নি। তবে আজ ছুটির দিনে দর্শনার্থী অনেক বেশি। বিক্রিও বেশ ভালো। আজ শুক্রবার মেলা জমে উঠছে বলে জানালেন বিক্রেতারা।অন্যান্য দিনের তুলনায় আজ শুক্রবার সকাল থেকেই ক্রেতা-দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে। স্টল-প্যাভিলিয়নগুলোতে ভিড়ের চেয়ে প্রাঙ্গণ জুড়ে তাদের পদচারণা বেশি। এ সময় বিক্রেতাদেরও ব্যস্ত সময় পার করতে দেখা গেছে।মেলায় পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে এসেছেন মিরপুরের বাসিন্দা জিহাদুল ইসলাম। বললেন, ‘কাজের ব্যস্ততা থাকায় এতোদিন মেলায় আসার সুযোগ হয়নি। আজ ছুটির দিন তাই পরিবারের সবাইকে নিয়ে চলে এলাম। মেলা ঘুরে বিভিন্ন পণ্য দেখছি। পছন্দ হলেই কিনব।’আরএফএলসহ বিভিন্ন দেশি-বিদেশি প্যাভিলিয়নগুলোতে ভিড় ছিল লক্ষ্যনীয়।এদিকে মেলায় বিভিন্ন পণ্যের দাম নিয়ে ক্রেতাদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কয়েকজন ক্রেতার সঙ্গে কথা বলে জানা যায়, কিছু কিছু দোকানে পণ্যের দাম স্বাভাবিকের চেয়ে বেশি রাখা হচ্ছে। অন্যদিকে কিছু দোকানে স্বাভাবিক সময়ের চেয়ে কিছুটা কম মূল্যেও ভালো জিনিস পাওয়া যাচ্ছে।এবার ভারত, পাকিস্তান, চীন, অস্ট্রেলিয়া, ব্রিটেন, দক্ষিণ কোরিয়া, জার্মানি, মালয়েশিয়া, ইরান, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, তুরস্ক, সিঙ্গাপুর, নেপাল, জাপান, মরক্কো, ভুটান, আরব আমিরাত, মরিশাস ও ঘানাসহ মোট ২১টি দেশ অংশ নিয়েছে।মাসব্যাপী এ মেলা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মেলা। মেলায় প্রবেশে প্রাপ্তবয়স্কদের জন্য টিকেটের মূল্য রাখা হচ্ছে ৩০ টাকা। আর ২০ টাকায় টিকিট করে ঢুকতে পারবে অপ্রাপ্তবয়স্করা।ইপিবি সূত্র জানায়, এ বছর প্রথমবারের মতো অনলাইন টিকিটিং প্রতিষ্ঠান সহজডটকমের মাধ্যমে বাণিজ্য মেলায় প্রবেশের টিকিট পাওয়া যাচ্ছে।  এ ছাড়া আগের মতো মেলার বাইরে নির্দিষ্ট কাউন্টারেও পাওয়া যাবে টিকিট।মেলার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি বিজিবি, র্যাব, আনসার ও বেসরকারি সিকিউরিটি ফোর্স মোতায়েন করা হয়েছেএমএ/এআরএস/এমএস

Advertisement