বিনোদন

বিশ্ব পুতুলনাট্য দিবসের আয়োজন

বাংলার হাজার বছরের নাট্যকলা ইতিহাস অনুসন্ধাণের ধারায় ‘পুতুলনাট্য’ আদি ও ঐতিহ্যের সাক্ষ্য বহন করে। এমনও বলা হয়ে থাকে যে, সকল অভিনয়কলার আদিতে ছিল পুতুলনাট্য। খ্রীস্টপূর্ব ৪র্থ শতকে প্লবক, কুহক প্রভৃতি ভ্রাম্যমান আনন্দ বিনোদনকারী সম্প্রদায় পুতুল নাচিয়ে জীবিকা নির্বাহ করতো বলে কৌটিল্যের অর্থশাস্ত্রে উল্লেখ করা হয়েছে।২১ মার্চ বিশ্ব পুতুলনাট্য দিবস। এ উপলক্ষে দিনটিতে প্রতিবছরের ন্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর বর্ণাঢ্য আয়োজনের উদ্যোগে নিয়েছে। এরমধ্যে রয়েছে নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় আনন্দ শোভাযাত্রা, উন্মুক্ত পাপেট প্রদর্শনী, জল পাপেট’র সহযোগিতায় বিশেষ ও সুবিধাবঞ্চিত শিশুদের অংশগ্রহণে উন্মুক্ত পাপেট নির্মাণ কর্মশালা ও প্রদর্শনী, আলোচনা, গুণী পুতুলনাট্যশিল্পী সম্মাননা ও পুতুল নাট্য পরিবেশনা। অনুষ্ঠানে গুণী পুতুলনাট্যশিল্পী সম্মাননা ২০১৫ প্রদান করা হবে দিনাজপুরের পুতুল নাট্যশিল্পী মনি দত্ত অধিকারীকে। একাডেমীর পক্ষ থেকে গুণী শিল্পীকে দেয়া হচ্ছে দশ হাজার টাকা, ক্রেস্ট ও শিল্পকলা সনদ।বিস্তারিত অনুষ্ঠানমালায় থাকছে- বিকেল ৩টায় একাডেমীর জাতীয় নাট্যশালা সেমিনার কক্ষে (৭ম তলা) অধ্যাপক ড. রশীদ হারুনের উপস্থাপনায় ‘বাংলাদেশের পুতুল নাট্য: শিল্পের সংকট ও সম্ভাবনা’ শীর্ষক গোল টেবিল আলোচনা। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী এর সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি ড. হোসনে আরা জলি, বাংলা একাডেমির গবেষণা উপবিভাগের উপপরিচালক ড. আমিনুর রহমান সুলতান নাট্যকার ও গবেষক ড. সায়মন জাকারিয়া এবং গবেষক ও নির্দেশক মোহসীনা আক্তার।বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত একাডেমীর জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র চত্বরে ‘জল পাপেট’ এর সহযোগিতায় বিশেষ  ও সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের উন্মুক্ত পাপেট নির্মাণ কর্মশালা ও প্রদর্শনী। বিকেল সাড়ে ৫টায় জাতীয় নাট্যশালা মূল গেইট থেকে জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা ভবন পর্যন্ত শোভাযাত্রা। সন্ধ্যা ৬টায় জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র চত্তরে শিল্পকলা একাডেমী পাপেট দলের পরিবেশনায় ‘উন্মুক্ত পাপেট প্রদর্শনী। সন্ধ্যা ৬.৩০টায় একাডেমীর জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে আলোচনা ও গুণী পুতুলনাট্যশিল্পী সম্মাননা প্রদান। এতে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পী মুস্তাফা মনোয়ার, আলোচক হিসেবে উপস্থিত থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত বিভাগের অধ্যাপক ড. রশীদ হারুন এবং স্বাগত বক্তব্য প্রদান করবেন একাডেমীর নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের দায়িত্বপ্রাপ্ত পরিচালক ও একাডেমীর সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরী।আলোচনা ও সম্মাননা প্রদান শেষে দিনাজপুরের সমন্বয় পুতুল নাট্য দলের পরিবেশনায় ও শিল্পী মনি দত্ত অধিকারীর পরিচালনায় পুতুল নাট্য ‘গুনাই বিবি’ প্রদর্শনী হবে।এলএ/এমএস

Advertisement