অর্থনীতি

সুতা রপ্তানিতে সহায়তা করবে সরকার

তুলা আমদানি ও সুতা রপ্তানিতে সরকার সব ধরনের  সহায়তা করবেন বলে আশ্বাস দিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী মোহাম্মদ ইমাজ উদ্দিন প্রামাণিক।শুক্রবার সকালে রাজধানীর একটি হোটেলে দুই দিনব্যাপী গ্লোবাল কটন সামিট বাংলাদেশ-২০১৫’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।সামিটের আয়োজন করে বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশন (বিসিএ) এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিমএ)।ইমাজ উদ্দিন বলেন, আমরা যে পরিমাণ তুলা উৎপাদন করি তা আমাদের চাহিদার তুলনায় অনেক কম। তাই তুলা আমদানি করতে হয়। এই তুলা প্রক্রিয়াজাত করে সুতা তৈরি করে তা আবার রপ্তানি করা হয়। এক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা থাকবে। এ ধরনের সামিট বিশ্ব বাজারে আমাদের পণ্যে প্রচার ও প্রসার ঘটবে।  ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ বলেন, আমরা তৈরি পোশাক শিল্পে বিশ্বে দ্বিতীয় স্থানে অবস্থান করছি। কিন্তু তুলা আমাদের বেশিরভাগই আমদানি করতে হয়। আমরা জানি কিভাবে উৎপাদন করতে হয় এবং তা কিভাবে ভোক্তাদের কাছে পৌঁছাতে হয়। তাই এক সময় আমরা তুলাও প্রচুর পরিমাণে উৎপাদন করবো।তিনি বলেন, আমাদের পণ্য অন্য দেশে রপ্তানি করতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এছাড়া তুলা আমদানির ক্ষেত্রে অনেক সমস্যার মুখোমুখি হই। তাই আগে এই সমস্যাগুলো দূর করতে হবে। এছাড়াও আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা থাকলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো।তিনি আরো বলেন, মসলিন কাপড়ের মাধ্যমে আমরা বিশ্বে পরিচিতি লাভ করেছি। কারণ মসলিন কাপড়ের চাহিদা পুরো বিশ্বে। এর মানের কারণে বাংলাদেশের পোশাক সারা বিশ্বে পরিচিতি লাভ করেছে।বিসিএ’র সদস্য ও বিদেশি ট্রেডার, শিপার ও মার্চেন্টসহ মোট ২০টি দেশের ২৫০ জন প্রতিনিধি এতে অংশগ্রহণ করেন। দুই দিনের এই সামিট ১৩টি সেশনে ভাগ করা হয়েছে। প্রথমদিন শুক্রবারে ৮ টি সেশন ও শনিবারে ৫ টি সেশন হবে।বিটিএমএ’র সভাপতি তপন চৌধুরি বলেন, এই সামিটের মাধ্যমে আমরা আমাদের অদম্য সাহস ও বিচক্ষনতা দিয়ে যাবতীয় প্রতিকুল অবস্থা মোকাবেলার মাধ্যমে নিজ নিজ ব্যবসাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবো।এতে আরো উপস্থিত ছিলেন, বিসিএ’র সভাপতি মোহাম্মদ আইউব, বিটিএমএ’র সাবেক সভাপতি জাহাঙ্গীর আলামিন,ইউএসএ’র কটন ইনকর্পোরেটের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মার্ক মেসুরা, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান জাইদি সাত্তার বিটিএমএ’র সহসভাপতি শওকত আজিজ রাসেল, পরিচালক ফরহাদ হোসেন খান প্রমুখ।এসআই/এআরএস/এমএস

Advertisement