ধর্ম

ইবাদতকারী বান্দার জন্য সতর্কতা

মানুষের প্রতিটি কর্ম যদি আল্লাহ ও তাঁর রাসুলের পথ ও মত অনুযায়ী হয়। তবেই আল্লাহ তাআলা কর্তৃক প্রতিনিধি প্রেরণের উদ্দেশ্য সফল হবে। দুনিয়াতে মানুষের ৫টি সর্বোত্তম কাজকে ইবলিস শয়তান ৩টি কাজের মাধ্যমে ধ্বংস করে দেয়। যা তুলে ধরা হলো- ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়া হলো একটি বাগান। এতে রয়েছে->> ওলামায়ে কেরামের ইলম বা জ্ঞান। যা পথহারা মানুষকে সঠিক পথ নির্দেশনা দেয়।>> ক্ষমতায় অধিষ্ঠিত নেতার সুবিচার। যার মাধ্যমে মানুষ সঠিক ফয়সালা পায়।>> ইবাদত-বন্দেগিতে মশগুল লোকদের ইবাদত। যা মানুষকে আল্লাহর ভয় ও মহব্বত তৈরিতে উদ্বুদ্ধ করে।>> ব্যবসায়ীদের আমানত। অর্থাৎ হালাল ও হারাম মেনে ব্যবসা পরিচালনাকরী ব্যবসায়ী। যিনি ব্যবসা পরিচালনায় আমানতদার।>> নসিহতকারীদের নসিহত। যা ইলম বঞ্চিত মানুষকে আল্লাহর দিকে ফিরে আসার উপদেশ দেয়।ইবলিস শয়তান মানব বাগানের এ পাঁচটি সর্বোত্তম আমলকে ধ্বংস করার জন্য সদা প্রস্তুত। এ জন্য শয়তান তিনটি ক্ষতিকর কাজকে মানুষের সামনে দাঁড় করিয়ে দেয়। আর তা হলো->> ইলম, সুবিচার ও ইবাদাতের পাশে রেখেছে রিয়া বা লোক দেখানোর দুর্বলতা নামক আমল ধ্বংসকারী জিনিস।>>. ব্যবসায়ীর আমানতকে নষ্ট করতে পাশে রেখেছে খিয়ানাত।>> দ্বীনের নসিহতকে কলংকিত করতে পাশে রেখেছে প্রতারণা নামক কলংক।সুতরাং মুমিন বান্দার জন্য সতর্কতা হলো- আল্লাহ তাআলা যেন উম্মাতে মুসলিমাকে উল্লেখিত পাঁচটি কাজ করতে গিয়ে রিয়া তথা লোক দেখানো ইবাদত, আমানতের খিয়ানাত ও প্রতরণা থেকে হিফাজত করেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে পরকালের চিরস্থায়ী শান্তির লক্ষ্যে এ বিষয়গুলো যথাযথভাবে মেনে চলে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের তাওফিক দান করেন। আমিন।এমএমএস/এমএস

Advertisement