জাতীয়

প্রত্যাশা পূরণের বিচার আপনাদের ওপরই : প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সরকার ৮ পেরিয়ে ৯ বছরে পদার্পণ সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আপনাদের প্রত্যাশা কতটুকু পূরণ করতে পেরেছি, সে বিচারের ভার আপনাদের ওপরই রইল। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এ কথা বলেন। দীর্ঘ সময় বর্তমান সরকারকে জনগণের সেবা করার সুযোগ দেয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, আমি এটুকু দৃঢ়ভাবে বলতে পারি, দেশের, দেশের মানুষের উন্নয়ন এবং কল্যাণের জন্য আমরা চেষ্টার ত্রুটি করিনি।  বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে ‘নতুন বছরের শুভেচ্ছা জানান। পাশাপাশি তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদ, পঁচাত্তরের ১৫ আগস্ট নিহতদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন।’ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, স্বজন হারানো পরিবার ও একাত্তরে নির্যাতিত দুই লাখ মা-বোনের প্রতি সমবেদনা জানান তিনি। ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে হত্যাকাণ্ডের শিকার ২১ হাজার আওয়ামী লীগ নেতাকর্মী ও সম্প্রতি হত্যাকাণ্ডের শিকার গাইবান্ধার সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটনকে স্মরণ করেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, বিপুল জনসংখ্যার এদেশে সম্পদের পরিমাণ সীমিত। দীর্ঘকাল দেশে কোনো আর্থ-সামাজিক উন্নয়ন হয়নি। বহু সমস্যা পাহাড় হয়ে দাঁড়িয়েছিল। মোকাবেলা করতে হয়েছে অভ্যন্তরীণ বিরুদ্ধ পরিবেশও। বৈশ্বিক বৈরী অর্থনৈতিক অবস্থাও উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে বার বার।  তিনি বলেন, সব বাধা-বিপত্তি অতিক্রম করে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। দেশ আজ উন্নয়নের সর্বজনীন মডেল। দ্রুত সময়ের মধ্যে দারিদ্র্য হ্রাসে দেশের সাফল্যকে বিশ্বব্যাংক মডেল হিসেবে বিশ্বব্যাপী উপস্থাপন করছে। আট বছর আগের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ এক নয়। আজকের বাংলাদেশ আত্মপ্রত্যয়ী বাংলাদেশ।  এইউএ/এএইচ/এমএস

Advertisement