শান্তশিষ্ট মুখায়বে সেই চিরচেনা হাসিটাই ফুটে উঠলো। গ্যালারির দিকে ব্যাটটাকে উঁচু করলেন বার দুয়েকের বেশি নয়। উদযাপনের সেই পরিচিত ভঙ্গি...। ব্যাটসম্যাটির নাম যখন হাশিম আমলা- তখন এমনই হবে। আর আমলা তো কেবল ফিফটি ছুঁলেন।কিন্তু শততম টেস্ট খেলতে নেমে ফিফটিই বা কম কি? জোহানেসবার্গের নিউ ওয়ান্ডারার্স স্টেডিয়ামে চা বিরতির ঠিক আগের বলে ফিফটি তুলে নিয়ে এখনও পর্যন্ত ভক্তদের মুগ্ধতাই উপহার দিয়েছেন হাশিম আমলা। ২ উইকেটে ১৯৩ রান তুলে চা বিরতিতে গেছে দক্ষিণ আফ্রিকা। আমলা ৫০ ও জেপি ডুমিনি ৮৭ রানে অপরাজিত আছেন।টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৫ রানে পরপর দুই উইকেট পড়ে স্বাগতিকদের। ফিরে যান দুই ওপেনার স্টিফেন কুক (১০) ও ডেন ইগলার (২৭)। এরপর তৃতীয় উইকেট জুটিতে চা বিরতির আগ পর্যন্ত ১৪৮ রান সংগ্রহ করেছেন আমলা-ডুমিনি জুটি। হাশিম আমলার চেয়ে ডুমিনি একটু আগ্রাসীই ছিলেন। আমলা ১০৯ বলে ৫০ এবং ডুমিনি ১২৭ বলে ৮৭ রানে অপরাজিত আছেন। চা বিরতির পর দিনের শেষ সেশনের খেলা এখন চলছে।এনইউ/এমএস
Advertisement