জাতীয়

বিশ্ব ইজতেমা ইসলামি উম্মাহর ঐক্য : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, বিশ্ব ইজতেমা ইসলামি উম্মাহর ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ়করণে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে। বিশ্ব ইজতেমা ২০১৭ উপলক্ষে বৃহস্পতিবার এক বাণীতে তিনি এ কথা বলেন। ইজতেমায় আগত বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লিদের স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ইসলাম শান্তি ও মানবতার ধর্ম। ইসলামের সুমহান আদর্শ মানবজাতির চলার পাথেয়। ইসলামের প্রকৃত আদর্শ ও আকিদাকে অনুসরণের পাশাপাশি এর সুমহান আদর্শ প্রচার ও প্রসারের লক্ষ্যে বিশ্ব ইজতেমা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মুসল্লিদের অংশগ্রহণ এক তাৎপর্যপূর্ণ অধ্যায়।আবদুল হামিদ বলেন, মুসলিম বিশ্বের বিজ্ঞ আলেমদের বয়ান ও আলোচনা হতে ইসলামের বিধি-নিষেধ ও করণীয় সম্পর্কে দিকনির্দেশনা পাওয়া যায়, যা ইসলামের প্রকৃত মর্মার্থ প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশ প্রতি বছর সফলভাবে বিশ্ব ইজতেমা আয়োজন করে বিশ্ব দরবারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। এজন্য তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানান। এইচএস/এএইচ/এমএস

Advertisement