আন্তর্জাতিক

চলতি বছর হজের জন্য ইরানকে সৌদির আমন্ত্রণ

গত বছর হজ বর্জনের ঘোষণা দিয়েছিল ইরান। হজ ব্যবস্থাপনার ওপর একটি চুক্তিতে স্বাক্ষর না করে এ ধরনের সিদ্ধান্ত নিয়েছিল দেশটি। এ বছর হজ পালনে নিজ দেশের নাগরিকদের পাঠানোর বিষয়ে ইরানকে আমন্ত্রণ জানিয়েছে সৌদি আরব। খবর সৌদি গ্যাজেটের। সৌদির তরফ থেকে পাঠানো আমন্ত্রণপত্র গ্রহণের কথা স্বীকার করেছেন ইরানের কর্মকর্তারা। তারা জানিয়েছেন, হজ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সৌদি আরবের সঙ্গে কথা বলতে আগ্রহী তারা।সৌদির তরফ থেকে জানানো হয়েছে, তারা হজ এবং ওমরাহ পালন করতে আসা প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছে। হজের নিয়মকানুন ইরানসহ সব দেশের হজযাত্রীদের জন্যই এক রকম। এক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য করা হয় না। হজযাত্রীদের জন্য হজ পালনে সব ধরনের আয়োজন নিয়ে কথা বলতে সৌদিতে নিজেদের প্রতিনিধি পাঠাতে ৮০টি দেশকে আহ্বান জানিয়ে একই ধরনের চিঠি পাছিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। গত বছর হজ ব্যবস্থাপনা সংক্রান্ত একটি নথিতে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানায় ইরান। হজে ইরানের নাগরিকদের অংশ নেয়ার বিষয়ে কিছুটা সংশয় দেখা দেয়ায় দেশটিকে আমন্ত্রণ জানিয়েছে সৌদি।টিটিএন/এমএস

Advertisement