জাতীয়

শাহজালাল বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ সিগারেট জব্দ

হযরত শাহজালাল বিমানবন্দরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৫৮ কার্টন আমদানি নিষিদ্ধ সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা।বৃহস্পতিবার দিবাগত রাতে এসব জব্দ করা হয়।এক বার্তায় শুল্ক গোয়েন্দা বিভাগ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা ব্যাগেজ বেল্ট ৫ থেকে ৮ নং বেল্টের ওপর সতর্ক দৃষ্টি রাখে। শুল্ক গোয়েন্দার সতর্ক উপস্থিতি টের পেয়ে যাত্রী তার মালামাল ট্রলিতে উঠানোর পরেও তা ফেলে চলে যায়।পরে ৫ নম্বর ব্যাগেজ বেল্টের পাশে ট্রলির ওপর থেকে এগুলো উদ্ধার করা হয়।আটককৃত সিগারেট সুইজারল্যান্ডের ডানহিল ও কোরিয়ান ইজি ব্যান্ডের। সিগারেটগুলো মালয়েশিয়া থেকে আগত মালিন্দো এয়ারলাইন্সের ফ্লাইটে বাংলাদেশে আনেন এক যাত্রী। তবে শুল্ক গোয়েন্দার নজরদারি এড়াতে লাগেজ ট্যাগ সরিয়ে ফেলেন তিনি।আমদানি নীতি আদেশ অনুযায়ী, সিগারেট প্যাকেটের গায়ে বাংলায় ধূমপান বিরোধী সতর্কীকরণ লেখা ব্যতিত বিদেশি সিগারেট আমদানি করা যায় না। সিগারেটের ওপর উচ্চ শুল্ক (প্রায় ৪৫০%) পরিহারের জন্যই এসব সিগারেট আনা হয়েছে বলে ধারণা করছে শুল্ক গোয়েন্দা। ভোরে সিগারেটগুলো শুল্ক গুদামে জমা দেয়া হয়েছে। এআর/এমআরএম/জেআইএম

Advertisement