আন্তর্জাতিক

ভারতীয়দের জন্য হজের কোঠা বাড়িয়েছে সৌদি

ভারতীয় মুসলিমদের জন্য হজের কোঠা বাড়িয়েছে সৌদি আরব। ভারতীয় মুসলিম নাগরিকদের জন্য হজের কোঠা ১ লাখ ৩৬ হাজার থেকে বাড়িয়ে ১ লাখ ৭০ হাজারে উন্নীত করেছে সৌদি। খবর টাইমস অব ইন্ডিয়ার। গত ২৯ বছরে এই প্রথম ভারতীয় মুসলিমদের জন্য হজের কোঠা এতটা সম্প্রসারণ করা হলো। ভারতের কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নাকভি বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার ভারতীয়দের জন্য কোঠা সম্প্রসারণের বিষয়ে সৌদি আরবের জেদ্দা শহরে ভারতের কেন্দ্রীয়মন্ত্রী মুখতার আব্বাস নাকভি এবং সৌদি আরবের হজ এবং ওমরাহ মন্ত্রী ডাঃ মোহাম্মদ সালেহ বিন তাহের বেনতেনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ বছর থেকেই ভারতীয় ১ লাখ ৭০ হাজার হজযাত্রী হজ পালন করতে পারবে। পাঁচ বছর আগে হজের জন্য বিভিন্ন দেশের কোঠা ২০ ভাগ বৃদ্ধি করে সৌদি। ২০১২ সাল থেকেই হজে কোঠা বাড়ানোর দাবি জানায় ভারত। সেই দাবির ভিত্তিতেই এ বছর ভারতীয়দের জন্য হজের কোঠা সম্প্রসারণ করা হলো। সৌদির হজ ও ওমরাহ মন্ত্রী বেনতেনের সঙ্গে বৈঠকের বিষয়ে নাকভি আনন্দ প্রকাশ করে জানিয়েছেন, বৈঠক বেশ ফলপ্রসূ হয়েছে। টিটিএন/আরআইপি

Advertisement