ফিচার

গর্ভপাতে স্তনক্যান্সারের ঝুঁকি

জোয়েল ব্রাইন্ড বর্তমান সময়ে আলোচিত এক বিজ্ঞানী। টানা ৪০ বছর এই এক বিষয়ের ওপর গবেষণা অব্যাহত রাখলেন। তারপর তিনি সিদ্ধান্তে এলেন, গর্ভপাত স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ায়।জোয়েল ব্রাইন্ড বলেন, যদি কোনো মেয়ে প্রথম গর্ভাবস্থায় গর্ভপাত ঘটায় তাহলে তার স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়। কারণ, গর্ভপাত ঘটালেও তার স্তনে যে অপরিপক্ব টিস্যু অথবা কোষ তৈরি হয় সেগুলোর মৃত্যু ঘটে না। ওই সব কোষ স্তনে বসে বসে এর ক্ষতিসাধন করে।ফলে প্রথম গর্ভাবস্থায় যেসব মা গর্ভপাত ঘটান, তাদের স্তন ক্যান্সারের ঝুঁকি যারা গর্ভপাত ঘটাননি তাদের তুলনায় শতকরা ৩০ ভাগ বেশি থাকে।এইচএন/আরআই

Advertisement