বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি বাংলাদেশ ও ভারত। ব্যাপক-উৎসাহ উদ্দীপনায় সকাল থেকেই উত্তেজনাপূর্ণ এই ম্যাচটি উপভোগ করছেন বরিশালের সর্বস্তরের ক্রিকেটপ্রেমীরা।বরিশাল বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের হলরুমে, বিএম কলেজের অডিটরিয়ামে শিক্ষক-শিক্ষার্থীরা এবং নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলে প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় খেলা দেখছেন সব বয়সের ক্রিকেট ভক্তরা।নগরীর বিভিন্ন রাস্তাঘাটের পাশে দোকানের টিভিতে এবং টেলিভিশন বিক্রির দোকানগুলোতে টিভি’তে খেলা দেখতে হুমড়ি খেয়ে পড়েছেন ক্রিকেটভক্তরা। এছাড়া নগরীর বিভিন্ন পাড়া মহল্লায় বাসা বাড়িতে সাংসারিক কাজকর্ম ফেলে নারীদের বিপুল উৎসাহে ক্রিকেট খেলা উপভোগ করতে দেখা গেছে।এমজেড/আরআইপি
Advertisement