বিনোদন

লেট নাইট কফিতে আসছেন অর্ণব

আরটিভির সেলিব্রেটি লাইভ টিপস এন্ড ফান বিষয়ক নিয়মিত অনুষ্ঠান ‘লেট নাইট কফি’তে এবার অতিথি হয়ে আসছেন কণ্ঠ তারকা অর্ণব।‘লেট নাইট কফি’ অনুষ্ঠানটি মূলত রাত জাগা দর্শকদের জন্য। এতে আমন্ত্রিত অতিথির সঙ্গে আড্ডার ফাঁকে ফাঁকে বিষয় অনুযায়ী মিউজিক ভিডিও এবং চলচ্চিত্রের অংশ বিশেষ দেখানো হবে। এছাড়া টেলিফোন কিংবা ইমেইলের মাধ্যমে দর্শকরা সরাসরি অনুষ্ঠানে অংশ নিতে পারবেন।সোহেল রানা বিদুৎতের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন নুসরাত ফারিয়া মাজহার ও আবির। শনিবার রাত ১২টা ১ মিনিটে আরটিভিতে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে।এলএ/আরআইপি

Advertisement