খেলাধুলা

শেম ইন্ডিয়া শেম!

ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আজ উজ্জীবিত বাংলাদেশের সামনে চাপে বিধ্বস্ত ভারত। আজকের খেলায় ভারতকে জিতিয়ে দিতে একের পর এক বিতর্কের জন্ম দিয়ে যাচ্ছে আইসিসির ম্যানেজমেন্ট এবং আম্পায়াররা। অস্ট্রেলিয়ার ক্রিকেট গ্রাউন্ড মেলবোর্ন বোলিং পিচ হিসেবে বিখ্যাত। ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপের জন্য সুবিধা আদায় করে দিতে সেই পিচকে ব্যাটিং পিচে পরিণত করা হয়েছে! তারপর শুরু হয়েছে আম্পায়ার বিতর্ক। নিশ্চিত দু`টি আউটকে আম্পায়াররা মনগড়া সিদ্ধান্তে বাতিল করে দিয়ে খেলা থেকে ব্যাকফুটে নিয়ে গেছেন বাংলাদেশকে। এ নিয়ে ফেসবুকে ইন্ডিয়া, আইসিসির ম্যানেজমেন্ট এবং আম্পায়ারিংকে নিয়ে চলছে সমালোচনা। জনপ্রিয় চিত্রনির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী লিখেছেন, ‌‘I am sorry to say "#ICC is big shit. Don`t come say me this is a global game. Just to Make My Point Clear, let me ask if it is possible in a world cup football to change venue and date on a bullshit logic! This was not a beamer Mr. Umpire. This was out! Take that. And also on a different day, the Raina LBW appeal would have been positive.. This is shameless"! We wouldn`t mind to go down and bite the dust in a fair game. This is very unfair!’অভিনেতা শামীম জাহিদ লিখেছেন, ‌‘বুঝবার পারসি, তারপরও ইনশাআল্লাহ.....’ কণ্ঠশিল্পী মাহমুদ সানি লিখেছেন, ‘আম্পায়রটা যে কতো টাকা খাইছে! বুঝা যায় ইন্ডিয়া আমাদের টাইগারদের ভয় পাইছে। আমরা টাইগারদের জন্য গর্বিত....’ রাকিব আল হাসান নামে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির এক ছাত্র লিখেছেন, ‘জোচ্চরের বিরুদ্ধে সংগ্রাম করে জিততে হয়। মঞ্জুরুল ইসলাম রানার দোহাই দিয়ে বললাম বাংলাদেশই ম্যাচ জিতবে। আর আজকের ম্যাচের পর বাংলাদেশের খেলা ছাড়া আইসিসির অন্যান্য দলগুলোর খেলা কখনোই দেখবোনা....’সঙ্গীত পরিচালক রাজন সাহা লিখেছেন, ‘জিতবো তো আমরাই। আর হারলেও খুশি। কারণ আমরা আইসিসির বিরুদ্ধে খেলছি....’রোহিত শর্মা বোল্ড হওয়ার পর সাংবাদিক ও নাট্যকার জাকারিয়া সৌখিন লিখেছেন, ‘আম্পায়ার নো বল দিতে ভুলে যাওয়ায় তাসকিনের বলে রোহিত আউট!’ মিডিয়া ব্যক্তিত্ব রবিশংকর মৈত্রী ভারত ও আইসিসিকে পরামর্শ দিয়ে লিখেছেন, ‘যে নিজেকে বড়ো ভেবে আস্ফালন করে সে হেরে যাবার ভয় পায়। যদি তুমি অন্যায়ভাবে প্রতিপক্ষকে পরাজিত করো তবে তোমার বিজয় আনন্দ দূরে থাক, করুণাও পাবে না। মনে রেখো, যুদ্ধেরও একটা নিয়ম থাকে।’এলএ/এআরএস

Advertisement