দেশজুড়ে

চুয়াডাঙ্গায় নকল ফেনসিডিল কারখানা উচ্ছেদ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় নকল ফেনসিডিল তৈরির কারখানা উচ্ছেদ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার সন্ধ্যায় উপজেলার দর্শনা টাওয়ার পাড়ার মো. মিনহাজ উদ্দিনের (৫০) বাড়িতে এ অভিযান পরিচালিত হয়।বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মোহসিন রেজা। তিনি জানান, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী মিনহাজ উদ্দিনের বাড়িতে তল্লাশি চালানো হয়।এ সময় বিপুল পরিমাণ ফেনসিডিল তৈরির সরঞ্জামাদি ও উপকরণসহ কারখানার সন্ধান পায় বিজিবি সদস্যরা। বিজিবির উপস্থিতি টের পেয়ে মিনহাজ পালিয়ে যায় বলে তাকে আটক করা সম্ভব হয়নি।তিনি আরও জানান, একটি আসল ফেনসিডিল হতে ৮/১০টি নকল ফেনসিডিল তৈরি করার কাজে উল্লেখিত সরঞ্জামাদি/ উপকরণ ব্যবহার করে আসছিল মিনহাজ। উদ্ধারকৃত আলামতসহ মিনহাজকে আসামি করে দামুড়হুদা থানায় মামলা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক এসএম মনিরুজ্জামানের তত্ত্বাবধানে উথলী বিওপির একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে বলে জানান তিনি।জেইউ/বিএ/এমএস

Advertisement