খেলাধুলা

ওয়াসিম আকরামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন করাচির একটি আদালত। বাদী হিসেবে শুনানির জন্য বেশ কয়েকবার আদালতে হাজির না হওয়ায় এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো। তবে, পরোয়ানাটি জামিনযোগ্য বলে জানিয়েছে পাকিস্তানি পত্রিকা। পত্রিকাটির অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সালের ৬ আগস্টে করাচিতে গাড়িতে ধাক্কা লাগা নিয়ে ঘটে যাওয়া ছোট একটি ঘটনার জেরে আমিরুর রেহমান নামে অবসারপ্রাপ্ত এক সেনা কর্মকর্তার বিরুদ্ধে সেখানকার আদালতে মামলা করেন ওয়াসিম। কিন্তু সেই মামলার বাদি হিসেবে শুনানিতে ৩১ বার হাজির না হওয়ায় এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তার বিরুদ্ধে।ওই বছরের আগস্টে মেজর (অব.) আমিরুর রেহমানসহ কয়েক জনকে আসামী করে বাহাদুরাবাদ থানায় মামলা করেন ওয়াসিম আকরাম। কিন্তু সে সময় জামিন নিয়ে গ্রেফতার এড়ান রেহমান। এমনি ওই ঘটনার জন্য তিনি ক্ষমাও চান ওয়াসিমের কাছে।উল্লেখ্য, গ্রেফতার এড়াতে আগামী ১৭ জানুয়ারি আদালতে হাজির হতে বলা হয়েছে সাবেক এই অধিনায়ককে।এমআর/পিআর

Advertisement