দেশজুড়ে

হরিণের চামড়াসহ আটক ১

বান্দরবানের লামা উপজেলায় ৩টি মায়া হরিণের চামড়াসহ নৈদাবাসী ধর প্রকাশ (৫০) নামের এক পাচারকারীকে গ্রেফতার করেছে বন বিভাগ। বুধবার বিকেলে আলীকদম-চকরিয়া সড়কের লাইনঝিরি এলাকা থেকে একটি মাইক্রোবাস থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত নৈদাবাসী ধর কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ধর পাড়ার মৃত সরেন্দ্র ধরের ছেলে। বনবিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লামা বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে চকরিয়াগামী একটি মাইক্রোবাসে তল্লাসী চালায়।এ সময় বসতা ভর্তি ৩টি মায়া হরিণের চামড়া সহ আটক করা হয় নৈদাবাসী ধরকে । লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম চৌধুরী বলেন, পাচারকারী নৈদাবাসী ধরকে কোর্টে চালান দেওয়া হয়েছে ।এমজেড/আরআইপি

Advertisement