নাটক শেষ হলেযুথির বাসায় বেড়াতে এসেছে পাশের বাসার নিলীমা- যুথি : আপা নেন, চানাচুর খান।নিলীমা : চানাচুরটা তো বেশ মজা, টেস্টটাও অন্যরকম। কোন কোম্পানির?যুথি : আর বলবেন না, গতকাল সিরিয়ালটা দেখতে দেখতে ভুলেই গেছিলাম যে চুলায় ম্যাগি নুডলস বসিয়ে এসেছি। নাটক শেষ হলে রান্নাঘরে গিয়ে দেখি, নুডলসের পানি শুকিয়ে চানাচুর হয়ে গেছে!****আপনাকে পোড়াতে গেছেবড় বাবু টেলিফোন ধরে শুনলেন, অন্য দিক খুব বয়স্ক একজন লোক কাঁপা কাঁপা গলায় বলছেন– বয়স্ক লোক : মাফ করবেন আপনাদের অফিসের সুভাষকে একটু ডেকে দেবেন?বড় বাবু : কে বলছেন? বয়স্ক লোক : আমি ওর ঠাকুরদা বলছি।বড় বাবু : দুঃখিত সুভাষ আফিসে নেই। সে আপনাকে পোড়াতে গিয়েছে।****তুমি ঘোরাচ্ছ না কেনসেনাদের শারীরিক কসরত চলছিল। প্রশিক্ষক চিৎকার করে বললেন-প্রশিক্ষক : গার্ডস! আকাশের দিকে মুখ করে শুয়ে পড়! দুই পা ওপরে তোলো!সেনারা চটজলদি তা-ই করলেন। প্রশিক্ষক : এখন, সাইকেল চালাও!সেনারা সবাই অদৃশ্য সাইকেলের প্যাডল ঘোরাতে লাগলেন। কিছুক্ষণ করার পর এক সেনাসদস্য হঠাৎ পা স্থির করলেন।প্রশিক্ষক : হেই! তুমি ঘোরাচ্ছ না কেন? সেনাসদস্য : অনেকক্ষণ প্যাডল ঘুরিয়েছি, স্যার। এখন সাইকেলটা নিজ থেকেই চলছে!****চললাম বাবার বাড়িস্বামী-স্ত্রীর ঝগড়ার একপর্যায়ে ব্যাগ গোছাতে শুরু করলেন স্ত্রী। রাগে গজগজ করতে করতে বললেন-স্ত্রী : আর জীবনে কোনো দিন আমি এমুখো হব না। থাকো তুমি একলা। আমি চললাম বাবার বাড়ি।স্বামী : যাও যাও। আর এই নাও, যাওয়ার ভাড়াটা নিয়ে যাও।স্ত্রী : আর ফেরার ভাড়াটা কে দেবে শুনি?এসইউ/জেআইএম
Advertisement