জাতীয়

আলোকচিত্রী জিয়াকে গাড়িচাপা : অভিনেতা কল্যাণের বিরুদ্ধে মামলা

প্রথম আলোর প্রধান আলোকচিত্রী জিয়া ইসলামকে গাড়িচাপা দেয়ার ঘটনায় অভিনেতা কল্যাণ কোরাইয়ার বিরুদ্ধে কলাবাগান থানায় মামলা দায়ের হ‌য়ে‌ছে। নং ৬, ধারা ২৭৯, ৩৩৮ এর ক, ৪২৭।মঙ্গলবার রাত সাড়ে ১০টায় প্রথম আ‌লোর নিরাপত্তা ব্যবস্থাপক মেজর (অব) সাজ্জাদুল কবীর বাদী হয়ে মামলাটি দায়ের করেন।এর আগে, মঙ্গলবার দুপুরে কল্যাণ কোরাইয়াকে থানায় ডেকে নেয়া হয়। এরপর আর ছাড়া হয়নি। এ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।কলাবাগান থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসিন আরাফাত জাগো নিউজকে কল্যাণ কোরাইয়াকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।ওসি জানান, মামলায় গ্রেফতার কল্যাণকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কাল কল্যাণকে আদালতে নিয়ে রিমান্ড চাওয়া হবে।মামলার এজাহারে বলা হয়েছে, সোমবার রাত সাড়ে ১১টার সময় বসুন্ধরা শপিং মলের সামনের সড়ক দিয়ে মোটরসাইকেলে করে যাওয়ার সময় একটি বেপরোয়া গতির গাড়ি জিয়ার মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় সেখানে থাকা আরও কয়েকজন সাংবাদিক গাড়িটি থামানোর চেষ্টা করেন। কিন্তু ধাক্কা দেয়ার পরে গাড়িচালক সেখানে না দাঁড়িয়ে গাড়ির সামনে-পেছনের লাইট বন্ধ করে দিয়ে দ্রুতগতিতে পালিয়ে যান। যে কারণে গাড়ির নম্বরপ্লেট তাৎক্ষণিকভাবে কেউ দেখতে পারেনি। দুজন সাংবাদিক আহত জিয়া ইসলামকে একটি অটোরিকশায় তুলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।ওইদিন রাত দেড়টার দিকে কল্যাণ কোরাইয়া হাসপাতালে জিয়া ইসলামকে দেখতে যান। সেখানে তিনি উপস্থিত কয়েকজন সাংবাদিককে বলেন, তার গাড়ির মাধ্যমে দুর্ঘটনাটি ঘটেছে।কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত বলেন, ঘটনা জানার পরপরই তদন্ত শুরু হয়েছে। ঘটনার আশপাশে কোনো সিসি ক্যামেরা আছে কি-না, তার খোঁজ করা হচ্ছে।উল্লেখ্য, গত সোমবার রাতে রাজধানীর পান্থপথে প্রথম আলোর আলোকচিত্রী জিয়া ইসলামের মোটরসাইকেলকে একটি প্রাইভেটকার ধাক্কা দিয়ে চলে যায়। মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে মারাত্মক আহত হন জিয়া।উপস্থিত লোকজন দ্রুত উদ্ধার করে জিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করেন। উন্নত চিকিৎসার জন্য জিয়া ইসলামকে মঙ্গলবার দুপুরে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয়।ঢামেক হাসপাতালের অ্যানেসথেশিয়া বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. মোজাফফর আহমেদ দুপুর সাড়ে ১২টায় জাগো নিউজকে জানান, জিয়া ইসলাম মাথায় বড় ধরনের আঘাত পেয়েছেন। ফলে তার মস্তিষ্কে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। চিকিৎসক হিসেবে আশাবাদী হলেও তার অবস্থা সঙ্কটাপন্ন বলে জানান তিনি।জেইউ/বিএ

Advertisement