ফিচার

রাশিফল : ১৯ মার্চ

মেষ:  ব্যবসায় বাড়তি বিনিয়োগের শুভ যোগ। সন্তানের জেদি মনোভাব সাংসারিক পরিবেশ বিষময় করে তুলতে পারে। অস্থিসন্ধির সমস্যায় দুর্ভোগ।বৃষ: ব্যবসা সম্প্রসারণের জন্য নতুন পরিকল্পনায় সাফল্য। সম্পত্তি ক্রয়ের পরিকল্পনায় হঠাৎ ব্যাঘাত। তৃতীয় ব্যক্তির আগমনে প্রেমপ্রণয়ে জটিলতা।মিথুন: কর্মস্থলে দীর্ঘদিনের প্রাপ্য পেয়ে যেতে পারেন। অসাবধানতায় আর্থিক ক্ষতির আশঙ্কা। শত্রুবিনাশে আপাতত স্বস্তি মিলতে পারে।কর্কট: প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য। নিজস্ব প্রতিভার মাধ্যমে সম্মান ও প্রতিষ্ঠা। বিদ্যার্থী ও গবেষকদের পক্ষে শুভ দিন।সিংহ: সমাজবিরোধীদের সঙ্গে বিরোধে ক্ষতির আশঙ্কা। পড়শির দুঃসময়ে সাহায্য করতে গিয়ে অপদস্থ হতে পারেন। বাতজ বেদনার প্রকোপ বাড়বে।কন্যা: জটিলতা কাটিয়ে পরিবেশ সহজ করে বাহবা লাভ। সৃষ্টিশীল কাজে সাফল্যের স্বীকৃতির সম্ভাবনা। শারীরিক কারণে ভ্রমণ স্থগিত হতে পারে।তুলা: সহকর্মীদের সহায়তায় কর্মক্ষেত্রে মোকাবিলা। পারিবারিক দায়িত্ব পালন করেও অপদস্থ হতে পারেন। বাহন ক্রয়ের পরিকল্পনা স্থগিত রাখাই ভালো।বৃশ্চিক:  দুর্বলতার সুযোগে শত্রুতা বৃদ্ধি। জ্ঞাতিপড়শির উৎপীড়ন এড়াতে বাসস্থান বদলের পরিকল্পনায় আশার আলো। শ্বশুরকুল থেকে অর্থসম্পত্তি প্রাপ্তির যোগ।ধনু:  স্বজনবান্ধবের সঙ্গে সম্পত্তি-বিবাদ তুঙ্গে উঠতে পারে। অপ্রিয় সত্য কথায় কর্মস্থলে শত্রু বৃদ্ধি। প্রিয়জনের স্বাস্থ্যসঙ্কটে কাজকর্ম ব্যাহত।মকর:  স্মৃতিবিভ্রাট বা অন্যমনস্কতায় কর্মস্থলে বিড়ম্বনা। বিষয়সম্পত্তি নিয়ে ভাইবোনের সঙ্গে মনোমালিন্যের অবসান। গ্ল্যান্ডের সমস্যায় দুর্ভোগ।কুম্ভ:  কর্মক্ষেত্রে সমস্যা মিটিয়ে সমীহ আদায় করে নিতে পারেন। উপস্থিতবুদ্ধিতে শত্রুর চাল সামলে কার্যোদ্ধার।মীন:  কর্মক্ষেত্রে বদলির সম্ভাবনায় মানসিক চাপ বাড়বে। বাক্যে সুযুক্তি ও তেজস্বিতা। গুরুজনের স্বাস্থ্যহানিতে দুশ্চিন্তা ও কাজকর্মে বাধা।এআরএস/এমএস

Advertisement