শিক্ষা

পাঠ্যবইয়ে ভুল : এনসিটিবির ডিজাইনার বরখাস্ত

পাঠ্যবইয়ে ভুলের অভিযোগে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ডিজাইনার সুজাউল আবেদিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার বিনামূল্যের পাঠ্যবই প্রণয়নে ভুল-ত্রুটির অপরাধে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এনসিটিবির গঠিত তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে আজ পাঠ্যবইয়ে ভুল-ত্রুটির জন্য বোর্ডের ডিজাইনার সুজাউল আবেদিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।গতকাল সোমবার প্রাথমিক তদন্তের ভিত্তিতে এনসিটিবির প্রধান সম্পাদক প্রীতিশ কুমার সরকার এবং ঊর্ধ্বতন বিশেষজ্ঞ লানা হুমায়রা খানকে ওএসডি করা হয়।  উল্লেখ্য, পাঠ্যবইয়ে ভুল-ত্রুটি শনাক্তে ও অপরাধীদের শাস্তি দিতে শিক্ষা মন্ত্রণালয় ও এনটিসিবির পক্ষ থেকে আলাদা দুটি কমিটি করা হয়। দুটি কমিটিকেই সাত কার্যদিবসের সময় জুড়ে দেয়া হয়েছে।এমএইচএম/জেএইচ/পিআর

Advertisement