জাতীয়

গাজায় শান্তি প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ কল্যাণ পার্টি চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক বলেছেন, গাজায় ধ্বংসযজ্ঞ ও গণহত্যা চালিয়ে ইসরায়েল মানবতার বিরুদ্ধে নজিরবিহীন অপরাধ করেছে।গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ কল্যাণ পার্টি ঢাকা মহানগর আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।সৈয়দ মুহাম্মদ ইবরাহিম ইসরায়েলের গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হওয়া বাংলাদেশ অবশ্যই ফিলিস্তিনিদের অধিকার আদায়ের মুক্তিসংগ্রামে পাশে থাকবে। অবিলম্বে তিনি ইসরায়েলের গণহত্যা বন্ধের দাবি জানিয়ে মুসলিম রাষ্ট্রসমূহ ও মুসলিম বিশ্বকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া ইসরায়েলকে মানবসভ্যতা ও বিশ্বশান্তির ক্যান্সার হিসাবে আখ্যায়িত করে বলেন, ফিলিস্তিনে গণহত্যা ও নারীদের সম্ভ্রমহানির দৃশ্য মানুষের অন্তরে যদি প্রতিশোধের স্পৃহা জাগিয়ে তুলে তাহলে পৃথিবীর কারও জন্যই তা শুভ হবে না। অবিলম্বে ফিলিস্তিনে গণহত্যা বন্ধে জাতিসংঘসহ বিশ্বের শান্তিকামী রাষ্ট্রগুলোর প্রতি কার্যকরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।কল্যাণ পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব এম এম আমিনুর রহমান বলেন, মুসলিম বিশ্বের মুনাফেক শাসক গোষ্ঠি ক্ষমতার মোহে অন্ধ হয়ে আছে। ওআইসি নীরব ভুমিকা পালন করছে। এই গণহত্যা বন্ধ করতে হলে ওআইসিকে মুখ্য ভুমিকা পালন করতে হবে।কল্যাণ পার্টির ঢাকা মহানগর সভাপতি আলী হোসেন ফরায়েজীর সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কল্যাণ পার্টির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট আজাদ মাহবুব, ভাইস চেয়ারম্যান সাহিদুর রহমান তামান্না, নির্বাহী সদস্য রুহুল আমিন মল্লিক, ঢাকা মহানগর সিনিয়র সহ-সভাপতি ডা. মো: আবুল হাসেম, যুগ্ম সাধারণ সম্পাদক আদম শফিউল্লাহ, সম্পাদক ফজলুর রহমান মামুন, মাওলানা নুরুল হক, ইসমাইল হোসেন শামিম, যুব কল্যাণ পার্টির সাধারণ সম্পাদক যুবায়ের নাহিদ, ছাত্র কল্যাণ পার্টি সভাপতি মো: ওমর ফারুক, সাধারণ সম্পাদক শেখ এনামুল হাসান তানিম প্রমুখ।

Advertisement