রাজনীতি

মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে : নাসিম

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম মুক্তিযুদ্ধ ও জাতির পিতা বঙ্গবন্ধু সম্পর্কে সঠিক ইতিহাস জানতে নতুন প্রজন্মের প্রতি আহবান জানিয়েছেন।বুধবার শেরে-ই-বাংলা নগরে রাজধানী উচ্চ বিদ্যালয়ে ‘শিশুদের কিডনি রোগ প্রতিরোধ ও রোগ নির্ণয় কর্মশালা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জাতীয় কিডনি রোগ ও নিউরোলজি ইনষ্টিটিউট এই কর্মশালার আয়োজন করে।কর্মশালায় তিনি বলেন, বঙ্গবন্ধুর কারণে দেশ স্বাধীন হয়েছে। তাই তোমরা বঙ্গবন্ধু সম্পর্কে জানো। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানো। মহামানবকে জানো।বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্যে করে মোহাম্মদ নাসিম বলেন, দেশে একজন নেত্রী আছেন, যিনি কোমলমতি শিশুদের আগুন দিয়ে পুড়িয়ে মারছেন। গর্ভবতী মায়েদের আগুন দিয়ে পুড়িয়ে মারছেন। আসলে শিশুদের উপর থেকে তার দয়া-মায়া উঠে গেছে।বঙ্গবন্ধুর জন্মদিনে এখন থেকে প্রতি বছর সরকারি হাসপাতালগুলোতে বিনামুল্যে চিকিৎসা দেওয়া হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ বছর ১৭ মার্চ সারা দেশে সরকারি হাসপাতালে রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এ বছর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ চিকিৎসা সেবা দেওয়া হয়। আগামী বছর থেকে প্রয়োজনে সারাদিন দরিদ্র রোগীদের বিনামূল্যে এই চিকিৎসা সেবা দেয়া হবে।তিনি বলেন, বঙ্গবন্ধু সকল জনগণকে ভালোবাসতেন। দরিদ্র রোগীদের সেবা দেওয়া মানেই বঙ্গবন্ধুকে সন্মান করা। বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা প্রদর্শন করা। বঙ্গবন্ধুর জন্মদিন মানে বাঙালির জন্মদিন। বাংলাদেশের জন্মদিন। ১৯৭১ সালের ৭মার্চের ঐতিহাসিক ভাষণের মধ্য দিয়ে জাতির পিতা বাঙালিকে মুক্তির নির্দেশ দিয়েছিলেন। বঙ্গবন্ধুর মত দেশকে ভালোবাসতে পারলেই প্রকৃত সোনার বাংলার রূপ মেলে ধরা যাবে।ইনষ্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. কাজী রফিকুল আবেদিনের সভাপতিত্বে কর্মশালায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জমান খান কামাল, রাজধানী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।আরএস/আরআই

Advertisement