আলোচিত সুলতান সুলেমান সিরিয়ালটি বাংলায় ডাবিং করে প্রচার হচ্ছে দীপ্ত টিভিতে। এই সিরিয়ালের অন্যতম চরিত্রে দেখা গেছে ইব্রাহিম পাশাকে। যিনি উজির হিসেবে দায়িত্ব পালন করেছেন অটোমান সাম্রাজ্যে। তুরস্কে নির্মিত এই ধারাবাহিকের চতুর্থ সিজনের প্রচার শুরু হয়েছে ১ জানুয়ারি থেকে। বাংলা ভাষায় ডাবিংকৃত এই ধারাবাহিকের আগামীকালের পর্বে মৃত্যু হবে ইব্রাহিম পাশার।সুলতানের নির্দেশেই তাকে মেরে ফেলা হবে। এমনটাই জানিয়েছে দীপ্ত টিভি কর্তৃপক্ষ। আগামীকাল সন্ধ্যায় সাড়ে ৭টায় দেখানো হবে এই পর্ব। সপ্তাহের শনি থেকে বৃহস্পতিবার প্রচারিত হয় ধারাবাহিকটি।প্রায় ৭০০ বছর ধরে তুরস্কের অটোমান সাম্রাজ্যের রাজত্ব ছিল পৃথিবীজুড়ে। এই সাম্রাজ্যের স্বর্ণযুগ ছিল সুলতান সুলেমানের নেতৃত্বে ষোড়শ থেকে সপ্তদশ শতাব্দী। ক্ষমতার টানাপোড়েনে অটোমান সাম্রাজ্যের ষড়যন্ত্রে গুপ্তহত্যা, ভাই হত্যা, সন্তান হত্যা এবং দাসপ্রথার অন্তরালে কাহিনী নিয়ে নির্মিত এই মেগা সিরিয়াল। এনই/জেআইএম
Advertisement