জাতীয়

বিচারপতি নিয়োগের প্রশ্নে বিব্রত হাইকোর্ট

সাবেক অতিরিক্ত বিচারপতি এবিএম আলতাফ হোসেনকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি নিয়োগের নির্দেশনা চেয়ে করা রিটের শুনানিতে বিব্রতবোধ করেছেন হাইকোর্ট।রিট আবেদনের প্রাথমিক শুনানিতে বৃহস্পতিবার বিচারপতি হাসান আরিফ ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চের একজন বিচারপতি বিব্রতবোধ করেন বলে আলতাফ হোসেনের আইনজীবী সালাহ উদ্দিন দোলন জানিয়েছেন।

Advertisement

শুনানিতে রিট আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট সালাহউদ্দিন দোলন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। মুরাদ রেজা ও সালাহ উদ্দিন দোলন সাংবাদিকদের বলেন, ‘একজন বিচারপতি বিব্রতবোধ করায় রিট আবেদনটি ফেরত দিয়েছেন হাইকোর্ট বেঞ্চ। আইনানুযায়ী আবেদনটি প্রধান বিচারপতির কাছে যাবে। তিনি অন্য কোনো বেঞ্চে এ বিষয়টি শুনানির জন্য নির্ধারণ করে দেবেন।’এর আগে সুপ্রিম কোর্টের আরেক আইনজীবী মো. ইদ্রিসুর রহমান আলতাফ হোসেনকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দিতে গত ৬ জুলাই রাষ্ট্রপতি সচিবসহ সংশ্লিষ্টদের প্রতি লিগাল নোটিশ প্রেরণ করেন। এরপর ২৩ জুলাই হাইকোর্টে রিট দায়ের করেন। এ বিষয়ে প্রাথমিক শুনানিও হয়েছিল। সুপ্রিম কোর্টের অবকাশ শেষ হওয়ার পর নিয়মিত বেঞ্চে আবার শুনানি হবে বলে ইদ্রিসুর রহমান জানিয়েছেন।প্রসঙ্গত, ২০১২ সালের ১৪ জুন এবিএম আলতাফ হোসেনসহ মোট ছয়জনকে হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়। কিন্তু অতিরিক্ত বিচারপতি হিসেবে দুই বছর মেয়াদ শেষ হওয়ার পর আলতাফকে বাদ দিয়ে অন্য পাঁচ জনকে গত ৯ জুন স্থায়ী করা হয়।এরপর স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পেতে হাইকোর্টের নির্দেশনা চেয়ে গত ১২ আগস্ট রিট আবেদন করেন এবিএম আলতাফ হোসেন। রিটে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার, আইন, কেবিনেট সচিবসহ সাত জনকে বিবাদী করা হয়েছে।