প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইলে ভারতের বিপক্ষে বৃহস্পতিবার মাঠে নামবে টাইগাররা। এজন্য ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ব্যাপক ঝড় শুরু হয়েছে।দেশের অগণিত ক্রিকেট প্রেমী অপেক্ষা করছে টাইগারদের ক্রিকেট শৈলী কি উপহার দেয় তা দেখার জন্য। এ থেকে পিছিয়ে নেই দেশের পেশাজীবীরাও। সরকারি, বেসরকারি, আধা সরকারিসহ সব খাতের পেশাজীবীরা ম্যাচটি উপভোগ করার জন্য মুখিয়ে আছেন। তবে বৃহস্পতিবার অফিস আদালত খোলা থাকছে। এছাড়া সপ্তাহের শেষ কর্ম দিবস হওয়ায় পেশাজীবীদের কাজের চাপ বেশি থাকবে। আর খেলাও শুরু হবে সকাল সাড়ে ৯ টায়।এমন পরিস্থিতিতে অফিস আদালতে ক্রিকেট প্রেমীরা খেলা কতটা উপভোগ করতে পারবেন তা নিয়ে অনেকই শঙ্কা প্রকাশ করেছেন। তাই অনেকেই বৃহস্পতিবার সাধারণ ছুটির পক্ষে মত দিয়েছেন।তারা জানান, বাংলাদেশ প্রথম বারের মতো কোয়ার্টার ফাইনালে খেলব। এটা পুরো জাতির জন্য বড় অর্জন। দেশে এতো সংকটের মধ্যে ক্রিকেট বিশ্বে আমাদের মাথা উচু করেছে। তাই সাধারণ ছুটি হওয়াটা অন্যায় হবে না। আবার অনেকে এও বলছেন, চলমান রাজনৈতিক কর্মসূচিতে সব কর্মকান্ডই তো বাধার মুখে। অর্থনীতিও রক্তাক্ত প্রায়। তো ক্রিকেটের জন্য একদিনের সাধারণ ছুটি কেন হতে পারে না।জানতে চাইলে একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ছুটি হলে ভালোই হতো। ছেলে মেয়ে নিয়ে বাসায় বসে টাইগারদের খেলা উপভোগ করতে পারতাম। আরেকজন সরকারি কর্মকর্তাও একই কথা বলেন।এর আগে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করেছিলো সরকার।এসএ/এএইচ/আরআই
Advertisement