বিনোদন

আনুশকা নন, কোহলির প্রেমিকা রাখি!

নিজেকে যেভাবেই হোক আলোচনায় রাখা বলিউড অভিনেত্রীদের স্বভাব। তাদের মধ্যে এত কাঠি সরেস রাখি সাওয়ান্ত। সম্প্রতি এক স্পা উদ্বোধন করতে গিয়ে রাখি জানালেন, ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি নাকি তার স্বপ্নের পুরুষ! তার ভালোবাসায় তিনি আচ্ছন্ন।যেখানে অানুশকা-বিরাট সম্পর্কের কথা সারা দুনিয়া জানে সেখানে আবার এমন ভাবনা কেন! কিন্তু রাখি তো বরাবরই হটকেক। যে কোনও সামান্য জিনিসকে বিতর্কিত করে তুলতে তার জুড়ি মেলা ভার, আর সেখানে এ তো ‘বিরাট’ পর্ব।খুল্লমখুল্লা রাখি কোনও কিছুতে  রাখঢাক করেন না। তিনি তাই তাঁর যা মনে হওয়া তা বলেই ফেললেন। রাখি বললেন, আনুশকা তো প্রকাশ্যে কোথাও বলেননি যে. তিনি বিরাটকে ভালোবাসেন। কিন্তু সবাইকে সাক্ষী রেখে রাখি জানাচ্ছেন, বিরাটকে তিনিই ভালোবাসেন।কিন্তু আনুশকাকে নিয়ে কেউ কিছু বললেই বিরাট যেরকম মাথা গরম করেন, তাতে রাখির এ কথা কানে গেলে তিনি কী করেন সেটাই দেখার বিষয়! আনুশকার মনের কথা বাদই থাক।তবে বিষয়টাকে অনেকেই বিরাট-আনুশকা প্রেমের ঘটকালি রূপেই দেখছেন।এলএ/পিআর

Advertisement