বাংলাদেশের পল্লী উন্নয়ন, দারিদ্র বিমোচন কৌশল, একটি বাড়ি একটি খামার ও পল্লী জীবিকায়নসহ বিভিন্ন প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় করতে এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গার নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের সরকারি প্রতিনিধি দল ফিলিপাইন গেছেন।এ প্রতিনিধি দলটি ১৮ হতে ২০ মার্চ পর্যন্ত আন্তর্জাতিক পল্লী উন্নয়ন প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন ও আলোচনা সভায় যোগদান করবেন।এরপর তারা ২১ হতে ২৬ মার্চ পর্যন্ত থাইল্যান্ডের সামাজিক উন্নয়ন ও মানবিক নিরাপত্তা মন্ত্রনালয়ের সমন্বিত উন্নয়ন প্রতিষ্ঠান, আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা কেন্দ্র `এআইটি` এবং আন্তর্জাতিক কলা ও হস্ত শিল্প কেন্দ্র পরিদর্শন ও বিষয়ভিত্তিক আলোচনা সভায় অংশ নিবেন।প্রতিনিধি দলের ২৭ মার্চ দুপুরে দেশে ফিরে আসার কথা রয়েছে।এসএ/বিএ/আরআই
Advertisement