জাতীয়

সংজ্ঞায়িত না করে মুক্তিযোদ্ধাদের তালিকা কেন অবৈধ নয় : হাইকোর্ট

মুক্তিযোদ্ধাদের সংজ্ঞা নির্ধারণ না করে চূড়ান্ত তালিকা প্রকাশ করা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বুধবার দুপুরে বিচারপতি মির্জা হোসেন হায়দার ও বিচারপতি খিজির আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেন।আদেশে আগামী চার সপ্তাহের মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, আইন সচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে।মুক্তিযোদ্ধা এসএম সোহরাব হোসেনের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এ রুল জারি করেন।বিএ/এমএস

Advertisement