খেলাধুলা

ওয়েলিংটনে ‘ভাগ্য’ বদলাবে কি টাইগারদের?

এক নয়, দুই নয়- টানা ছয়টি ম্যাচে হেরে গেছে বাংলাদেশ দল। নিউজিল্যান্ডের কাছে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে মাশরাফি বাহিনী। ক্রাইস্টচার্চ, নেলসন, নেপিয়ার ও মাউন্ড মঙ্গানুই হতাশ করেছে টাইগারদের।এবার মুশফিক-তামিমদের সামনে টেস্ট সিরিজে ‘রিয়াল টেস্ট’। এই সিরিজ তাদের জন্য ঘুরে দাঁড়ানোর মঞ্চ। হারের বৃত্ত থেকে বেরিয়ে আসার দারুণ সুযোগ। আগামী ১২ জানুয়ারি থেকে ওয়েলিংটনের বেসিন রিজার্ভে গড়াবে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট।ইনজুরি কাটিয়ে এই ম্যাচেই ফিরছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহীম। তাকে পেয়ে দল আরো বেশি উজ্জ্বীবিত হবে, এটা বাহুল্য। নিউজিল্যান্ডের বিপক্ষে তার ব্যাট জ্বলে উঠবে, এই প্রত্যাশা বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের। ওয়ানডে ও টেস্ট সিরিজে তার অভাব অনুভূত হয়েছে। তবে তরুণ নুরুল হাসান সোহানও নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছেন। টেস্ট সিরিজেও হয়তো সোহানকে দেখা যেতে পারে। কারণ উইকেটের পেছনে মুশফিকের পরিবর্তে তিনি দাঁড়াতে পারেন। সেক্ষেত্রে টেস্ট অভিষেকের অপেক্ষায় এই তরুণ তুর্কির।এদিকে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি সাকিব আল হাসান ও তামিম ইকবাল। আসন্ন টেস্ট সিরিজে তাদের মেলে ধরার পালা। অভিজ্ঞ ক্রিকেটারদের থেকে ভালো কিছুই চাইবেন দলীয় অধিনায়ক মুশফিক। সঙ্গে তরুণ মেহেদী হাসান মিরাজ বোলিং জ্বলে উঠতে পারবে ভাগ্য সুপ্রসন্ন হবে বাংলাদেশের। ক্রাইস্টচার্চ, নেলসন, নেপিয়ার ও মাউন্ড মঙ্গানুই তো বাংলাদেশকে জয় দিল না। দিয়েছে এক রাশ হতাশা। ওয়েলিংটনে ‘ভাগ্য’ বদলাবে কি টাইগারদের? দেখা মিলবে কি জয়ের? সময়ই সব বলে দেবে।এনইউ/এমএস

Advertisement