আন্তর্জাতিক

জেরুজালেমে লরি হামলায় ৪ ইসরাইলি সেনা নিহত

জেরুজালেমে ইসরাইলি সেনাদের ওপর লরি হামলার ঘটনায় ৪ সেনা নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১৩ জন। ইসরাইলি পুলিশের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। চিকিৎসকেরা জানিয়েছে, নিহতদের মধ্যে ৩ জন নারী ও একজন পুরুষ। তাদের বয়স ২০ এর কোঠায়। এটাকে সন্ত্রাসী হামলা হিসেবে দেখছে ইসরাইল পুলিশ। পরে সেনাদের গুলিতে হামলাকারী নিহত হয় ইসরাইলি পুলিশ স্থানীয় এক রেডিওতে এই ঘটনাকে একটি সন্ত্রাসী কর্মকাণ্ড বলে দাবি করেছেন। তারা বলছেন, ইচ্ছাকৃতভাবে ভিড়ের ভিতর পথচারীদের উপর লরি চালিয়ে এই হত্যাকাণ্ড করা হয়। এসময় সেনাদের গুলির আঘাতে লরির চালক নিহত হয়। সন্দেহভাজন সন্ত্রাসী ফিলিস্তিনি নাগরিক বলে ইসরাইলী পুলিশ দাবি করছে। ফিলিস্তিন-ইসরাইলি সহিংসতায় তিন মাসের মধ্যে এটাই কোন ইসরাইলি সেনা নিহত হওয়ার ঘটনা। বার্তা সংস্থা এএফপির পরিসংখ্যান মোতাবেক ২০১৫ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ২৪৭ জন ফিলিস্তিনি, ৪০জন ইসরাইলি, ২ মার্কিনি, ১ জর্ডানিয়ান, ১ ইরিত্রিয়ান ও ১ সুদানিজ নিহত হয়েছে।জেএইচ

Advertisement